রূপগঞ্জে ১১০০ পিস ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
১১০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সংস্থাটি দাবি করছে, গ্রেপ্তারকৃত যুবকরা মাদক ব্যবসায়ী। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন লোকালয়ের পরিত্যাক্ত বাড়ি-ঘর, ফার্ম, ফ্যাক্টরী ব্যবহার করে ফেনসিডিলের মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাছিমপুর কান্দিকপাড়া এলাকায় রোববার (৯ জুলাই) ভোরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রূপগঞ্জের মাছিমপুরের মো. ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) ও মাসাব এলাকার মো. লোকমান হাকিমেরন ছেলে মো. এমদাদুল হক (২৮)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর আদমজীনগরের কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করছিল।