শান্তি সমাবেশে’ শামীম ওসমানের পক্ষে শোডাউন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিন গেটে আওয়ামীলীগের  ‘শান্তি সমাবেশে’ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ. কে. এম শামীম ওসমানের পক্ষে বিশাল  শোডাউন করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

বুধবার দুপুরে বিশাল মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দেন। মিছিলে রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন শোভা পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাবেকলীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ জানান,  নারায়ণগঞ্জে আওয়ামীলীগের প্রাণ পুরুষ সাংসদ শামীম ওসমানের নির্দেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আমরা ‘শান্তি সমাবেশে’ অংশ গ্রহন করেছি।

তারা আরও বলেন, বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেয়ার জন্য আমাদের নেতা শামীম ওসমান আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা নির্দেশনা মতে, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button