জীবনশঙ্কায় হিরো আলম, পুলিশ প্রশাসনকে দায়ী করলেন
নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
তিনি বলেন, আপনারা জানেন আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমি কিন্তু আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আজ আমার বাড়িতে ৪টি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন ছেলে গিয়ে ‘হিরো আলম বের হ’ বলে চিৎকার করছিল। তারা আমার গেটে ভাঙচুর করেছে। তারা কারা আমি জানি না।
জীবনের নিরাপত্তাহীনতার জন্য পুলিশ প্রশাসন দায়ী বলেও উল্লেখ করেন হিরো আলম।
তিনি বলেন, যেদিন আমার ওপর হামলা করা হয়, সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম।
নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে হিরো আলম বলেন, বস্তি এলাকার ৮-১০ বছরের শিশুদের দিয়ে ভোট দেওয়ানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবার অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে ৫ হাজারের বেশি ভোট পান হিরো আলম। ভোটের দিন বিকালে কেন্দ্র পরিদর্শন করতে গেলে বনানী বিদ্যানিকেতনের বাইরে নৌকার ব্যাজধারীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানিয়েছে।