নারায়ণগঞ্জে তামাক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে তামাক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে নারী কল্যাণ সংস্থার আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওর্য়াক এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।
জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালায় বক্তব্য রাখেন, নারী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও মানবাধিকার সংস্থার জেলার সভাপতি আলহাজ¦ ফয়েজউদ্দিন আহম্মেদ লাভলু।
কর্মশালায় বক্তারা শুধু প্রকাশ্যে নয়, সব জায়গায় ধূমপান নিষিদ্ধ করা সহ প্রত্যেক অভিভাবকের নিকট আহবান জানিয়ে বলেন, তাদের স্কুল ও কলেজ পড়ুয়া ধূমপান করা ছেলে-মেয়েদের ঘরে ঢুকতে না দেয়া, ২/৩ দিনের জন্য বাড়ি থেকে বের করে দেয়া ও ছাত্র-ছাত্রীদের টিচার রাখা বন্ধ করে দেয়া। তা হলে হয়তো তারা আর ধূমপান করবেনা। কর্মশালায় ধুমপান মুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।