হামলার প্রতিবাদে চট্রগ্রামে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
চট্রগ্রাম বিভাগঃ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের একদফা দাবিতে সারাদেশ ব্যাপী চলমান যুগপত আন্দোলনে সরকারের বিভিন্ন বাহিনীর হামলার প্রতিবাদে সারাদেশ ব্যাপি গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে চট্রগ্রাম পুরাতন রেল ষ্টেশন চত্ত্বরে ১ আগষ্ট বিকাল চারটায় গনতন্ত্র মঞ্চের সমন্বয়ক মুক্তিযোদ্ধা ডা: জাবিউল হোসেন ( জেএসডি )এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা হলেন – বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মহিউদ্দিন সমন্বয়কারী চট্রগ্রাম বিভাগ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ডাক্তার অপূর্ব নাথ কেন্দ্রীয় সদস্য, গণসংহতি আন্দোলন। নুরুল আফসার মজুমদার স্বপন (প্রাক্তন সমন্বয়কারী নাগরিক ঐক্য, চট্রগ্রাম, মোস্তফা কামাল ,মো : আবু তাহের ,জে এস ডি আহবায়ক ও যুগ্ম আহবায়ক, চট্রগ্রাম, রফিকুল ইসলাম ( সদস্য সচিব ) নাগরিক ঐক্য।
সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ এম মুন্না চৌধুরী, আহবায়ক, নাগরিক ঐক্য চট্রগ্রাম। এছাড়া আরো বক্তব্য রেখেছেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সহ সমন্বয়ক মোহাম্মদ হারুন এবং সহনির্বাহী সমন্বয়ক নাসির উদ্দীন তালুকদার। বক্তারা বলেন চলমান একদফা আন্দোলন কে বেগবান করার লক্ষ্যে জাতি কে ঐক্যব্ধ হওয়ার আহবান করেন l