এইচএসসি পরিক্ষার্থী সদস্যদের শুভেচ্ছা উপহার দিয়েছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলা কমিটি
৩ আগষ্ট ২০২৩ বিকেলে সিদ্ধিরগঞ্জের প্রগতি সংসদের মিলনায়তনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের এইচএসসি পরিক্ষার্থী সদস্যদের শুভেচ্ছা উপহার দিয়েছে।
জেলা সমন্বয়কারী বিজয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের সাবেক সমন্বয়কারী মোহাম্মদ জারিফ কামরান অনন্ত।
আদমজী ইউনিটের সাধারণ সম্পাদক শিমু সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, সাংগঠনিক সম্পাদক মাহমুদ সারোয়ার রনি। উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ফারহা রেজা প্রমুখ।
এসময় বক্তারা উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা বক্তব্য রাখেন। আসন্ন এইচএসসি পরিক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে মনোনিবেশ করতে পরামর্শ প্রদান করেন। প্রত্যাশিত ফলাফল অর্জিত না হলেও মানসিক ভাবে দৃঢ়তা বজায় রেখে এগিয়ে যেতে প্রেরণা যোগান।
এছাড়াও নেতৃবৃন্দ, উচ্চ শিক্ষা গ্রহণ ও ক্যারিয়ার বিষয়ে আলোকপাত করেন। সার্বিকভাবে সকল পরিক্ষার্থীদের জন্য শুভ কামনা ব্যক্ত করেন।
এরপর ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন ইউনিটের সকল পরিক্ষার্থী সদস্যদের শুভেচ্ছা উপহার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
সবশেষে সকলে মিলে চা চক্রে অংশগ্রহণ করে।