কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন

কমলগঞ্জ সংবাদদাতা: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে আজ ৫ আগস্ট মৌলভীবাজারের কমলগঞ্জে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায়  উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রইস আল রেজুয়ান, পরে উপজেলা প্রশাসন, মণিপুরী ললিতকলা একাডেমী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রইস আল রেজুয়ান এর সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার ১০০ শুধীজন অংশগ্রহণ করেন। পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দেশীয়  ফল গাছের চারা রোপণ করা হয়।

এছাড়া বাদ যোহর বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে মসজিদসমূহে বিশেষ দোয়া মাহফিল এবং সুবিধামত সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button