বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক
বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু’র বড় ভাই মো. কামাল হোসেন (৭১) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
এক শোক বার্তায় নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু’র বড় ভাই মো. কামাল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও রুহুের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ যেন তার জীবনের সকল ভূলত্রুটি ও গুনা মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক…আমিন।
উল্লেখযোগ্য- দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় থাকার পর মঙ্গলবার ভোররাত ৩.৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জস্থ গোদনাইল ধনকুন্ডা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ বাদ যোহর ধনকুন্ডা গোদনাইল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।