বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক

বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু’র বড় ভাই মো. কামাল হোসেন (৭১) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এক শোক বার্তায় নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু’র বড় ভাই মো. কামাল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও  রুহুের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ যেন তার জীবনের সকল ভূলত্রুটি ও গুনা মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক…আমিন।

উল্লেখযোগ্য- দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় থাকার পর মঙ্গলবার ভোররাত ৩.৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জস্থ গোদনাইল ধনকুন্ডা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ বাদ যোহর ধনকুন্ডা গোদনাইল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button