জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের বিশাল শোক র্যালি
বঙ্গবন্ধু মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের বিশাল শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উদ্যোগে শহরের চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে শোক র্যালি বের হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ২নং রেল গেইট এলাকায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত শোক সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।