জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁও পৌরসভায় দোয়া ও খাদ্য বিতরণ

সোনারগাঁ উপজেলার পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিল এবং মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করেন।

১৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯ টায় পৌরসভার টিপুরদি এলাকায় দোয়া মিলাদ মাহফিল এবং মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজনে অংশগ্রহণ করেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের ডায়নামিক লিডার তরুণ্যের আইকন মারুফুল ইসলাম ঝলক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুগ্ম সম্পাদক আসাফুজ্জামান, ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জাহিদ হাডান জিন্নাহ, আল আমিন সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সোনারগাঁ থানা যুবলীগের সহ-সভাপতি আরমান আহমেদ মেরাজ, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইব্রাহীম আহমেদ শাকিল, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহম্মাদ রাশেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, মামুন সিরাজসহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button