সোনারগাঁয়ে যুবলীগ নেতা নজরুল ইসলামের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরায় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও যুবলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসহাক মিয়া,সোনারগাঁ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক বাচ্চু সরকার,উপজেলা যুবলীগের সদস্য শওকত আলী,সনমান্দী ইউনিয়ন ৩ওয়ার্ড আওয়ামীগ সাধারণ সম্পাদক ইসমাইল,সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতামনিরুল ইসলাম বিপ্লব,সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ,যুবলীগ নেতা রফিকুল ইসলাম ফুয়াদ,সনমান্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাকিবুল ইসলাম সিয়াম,ছাত্রলীগ নেতা সাজ্জাদ, শপথ,বিল্লাল হোসেন,সনমান্দী ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেন সোহাগ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সনমান্দী ইউনিয়নের ৫টি স্পটে নজরুল ইসলামের উদ্যোগে একই কর্মসূচি পালিত হয়। সবগুলো কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।