ডিএনডি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের সহায়তা ও পুনর্বাসনের দাবিতে ফতুল্লায় মানববন্ধন
এলাকায় জলাবদ্ধতা দ্রুত নিরসন ও ক্ষতিগ্রস্থদের ত্রাণ প্রদান এবং পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় বাসদ ফতুল্লা থানা শাখার উদ্যোগে শিবু মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাসদের ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, ফতুল্লা ইউনিয়ন শাখার সদস্যসচিব সাইফুল ইসলাম শরীফ, থানা কমিটির সদস্য জামাল হোসেন, মোফাজ্জল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, ডিএনডি বাঁধ এলাকায় ৩০ লক্ষাধিক লোকের বাস। এক সময়ের কৃষি অঞ্চল হলেও এটা এখন আবাসিক ও শিল্প এলাকা। বৃষ্টির সময়ে বছরের প্রায় ৬ মাস এখানে জলাবদ্ধতা থাকে। প্রবল বৃষ্টির সময় মনে হয় যেন এটা বন্যা প্লাবিত এলাকা।
ডিএনডি বাঁধের অন্তভূর্ক্ত এলাকার পানি নিষ্কাশনের খাল নালা জলাশয় সব দখল হয়ে ভরাট হয়ে গেছে। এগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। ডিএনডি বাঁধ এলাকার পানি নিষ্কাশনের জন্য খাল উদ্ধারসহ যাবতীয় কাজের দায়িত্ব ১৯১৭ সাল থেকে সেনাবাহিনী নিয়েছে। এর জন্য প্রয়োজনীয় বরাদ্দও কয়েক দফা বাড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু এর কোন সুফল এখনও মানুষ পায়নি।