গণসংহতি আন্দোলনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্রগ্রামে শ্রদ্ধা নিবেদন

২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক দফার ভিত্তিতে গণ আন্দোলন গড়ে তোলার দাবী গণসংতি আন্দোলন চট্টগ্রাম জেলা
নেতৃবৃন্দের।

গণসংহতি আন্দোলনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৯ আগস্ট সকাল ১১ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ১৯৫২ সালের ভাষা আন্দোলন সহ এ অঞ্চলের মানুষের দীর্ঘ মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় গণসংহতি আন্দোলনের পথ চলা বলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী।

তিনি আরো বলেন এই অঞ্চলের মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে অন্যায়কে কোনদিন বিনা বাধায় মেনে নেয়নি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুঃশাসন বারবার ঘুরে ফিরে এ দেশের মানুষকে কব্জা করেছে এরই চরম রূপ বর্তমান কৃতিত্ব শাসন ব্যবস্থা তিনি আরো বলেন এর মূল উৎস সংবিধানের কিছু অগনতান্ত্রিক ধারা ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার বলে দাবি করে তিনি বলেন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের ৩১ ৩১ দফার ভিত্তিতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, এ লক্ষ্যে এক দফার ভিত্তিতে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে হাসান মারুফ রুমী বলেন জনগণের স্বার্থের বাইরে আমাদের আর কোন স্বার্থ নেই।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন গণসংহিতা আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও জেলা সমন্বয়কারী ডা: অপূর্ব নাথ,
নির্বাহী সমন্বয়কারী ফরহাদ জামান জনি,
যুগ্ম নির্বাহী সমন্বয়কারী এডভোকেট ফাহিম শরীফ খান, চট্টগ্রাম মহানগরের যুগ্ন আহবায়ক হাসান মুরাদ শাহ্ , মহানগর সদস্য সচিব মিজানুর রহীম চৌধুরী, জেলা সদস্য ও বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতির সদস্য সচিব সাধন দও, চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য মোঃ কাশেম, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button