রাজনৈতিক ব্যক্তিরা কখনো লাঠি নিয়ে রাজপথে নামতে পারে না: চন্দন শীল

নিজস্ব সংবাদদাতা: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৩টায় নগরীর চাষাঢ়স্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ আলোচনা সভা, দোয়া ও তাবারক বিতরণের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাদির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।
উক্ত আলোচনা সভা ও দোয়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা শ্রমীক লীগের সাবেক সাধারণ সম্পাদক এম. এ. রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, কেন্দ্রীয় কমিটির ট্যাংক লরী শ্রমীক ইউনিয়ন যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, জেলা শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক মজিবর রহমান, শ্রমীক লীগ নেতা মুসলে উদ্দিন জীবন, মোঃ লিটন, আলমঙ্গীর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চন্দন শীল বলেন- রাজনৈতিক ব্যক্তিরা কখনো লাঠি নিয়ে রাজপথে নামতে পারে না। তারা অগ্নি সন্ত্রাসের জন্য রাজনীতি করে। আমাদের ৪টায় এ-ই অনুষ্ঠান শেষ করার কথা ছিল। কিন্তু দেখলাম বিএনপি’র ছিচকে সন্ত্রাসীরা লাঠি নিয়ে মিছিল করছে। তাই অনুষ্ঠানটি দেরি করে শেষ করতে বলা হয়েছে। যেকোন অপশক্তিকে প্রতিহত করতে প্রস্তুত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button