নারায়ণগঞ্জে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: আলোরতরী ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদী কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আনন্দমুখর পরিবেশে সার্টিফিকেট প্রদান করা হয়।
ও-ই সংস্থাটির প্রধান নির্বাহী ও দৈনিক আলোরতরী পত্রিকার সম্পাদক মিকাঈল ইসলাম রাজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সফল প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমান’র সহধর্মিণী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এস. এম. মোরশেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও সরকারী কলেজের প্রভাষক সোহেল রানা, কে. এম. মহিবুল ইসলাম মন্টু, এসোসিয়েটস্ এর সিইও রাশিদুল ইসলাম সাজিন, সিনিয়র সাংবাদিক ও কবি ইঞ্জিনিয়ার ইয়াদী মাহমুদ, আলোরতরী ফাউন্ডেশনের পরিচালক মঈন মাহমুদ, আবুল কালাম আজাদ, মাহফুজ আহমেদ রমজান।
পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে অতিথিবৃন্দের আলোচনা, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button