ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপান ফাউন্ডেশন ও নিপ্পন ফাউন্ডেশনের বই হস্তান্তর
ডেস্ক রিপোর্ট, রাকিবুল ইসলাম ইফতি – বার্তা সম্পাদক; প্রেস বিজ্ঞপ্তি:
১১ই সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আভাই) মিলনায়তনে জাপান ফাউন্ডেশন ও নিপ্পন ফাউন্ডেশনের রীড জাপান প্রজেক্টের অধীনে বই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাপান ফাউন্ডেশন থেকে প্রাপ্ত বইগুলো মূলত জাপানি ভাষা ও ভাষাশিক্ষা পদ্ধতির উপর জাপানি ভাষায় রচিত।
অন্যদিকে ‘রীড জাপান প্রজেক্ট’ থেকে পাওয়া বইগুলো ইংরেজিতে লেখা জাপানের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি বিষয়ের উপর।
শুরুতে উভয় প্রকল্পের পরিচালক জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম প্রাপ্ত বইগুলো শিক্ষার্থী ও গবেষকদের কী কাজে আসবে তা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাপান দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের দৃশ্যমান অগ্রগতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির।
অধ্যাপক ফকির তাঁর বক্তৃতায় জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের ডিগ্রী কোর্সে পাঠদানের বিষয়সমূহ তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি জাপান সরকারের কালচারাল গ্রাসরুট প্রজেক্টের অধীনে নির্মানাধীন ক্লাসরুম ও শিক্ষকরুম পরিদর্শন করেন।
এই সময় উক্ত প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আভাই-র সহকারী অধ্যাপক ড. মোঃ মনির উদ্দিন, জনাব মোঃ নুরুল ইসলাম মুজিব এবং জাপান দূতাবাসের মি. ইয়ামামোতো কিওহেই।