৫০ রানেই অলআউট শ্রীলংকা
এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল শ্রীলংকা। ভারতের বিপক্ষে ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট লংকানরা। এশিয়া কাপের ১৬ আসরের ইতিহাসে এটাই সর্বনিম্ন স্কোর।
রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক শ্রীলংকা।
ভারতীয় তিন তারকা পেসার মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহের গতিতে দিশেহারা হয়ে যান লংকান ব্যাটসম্যানরা। ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয় শ্রীলংকা।
ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজের এক ওভারেই শ্রীলংকার ৪ উইকেট শিকার করেন। এই তারকা পেসার ৭ ওভারে এক মেডেনসহ ২১ রানে শিকার করেন ৬ উইকেট।
২.২ ওভারে মাত্র ৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ভারতীয় অলরাউরান্ডার হার্দিক পান্ডিয়া। ৫ ওভারে ২৩ রানে এক উইকেট শিকার করেন জসপ্রিত বুমরাহ।
এশিয়া কাপের গত আসরের শিরোপা জিতে নেয় লংকানরা। এবার টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।
এশিয়া কাপের গত১৫ আসরের মধ্যে ভারত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতে। ছয়বার শিরোপা জিতে নেয় শ্রীলংকা। আর পাকিস্তান জিতে ২ বার। বাংলাদেশ তিনবার ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি।