সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন
১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন।
শনিবার ১৬ সেপ্টেম্বর বিকালে নতুন সমবায় মার্কেটের ৫ম তালায় এই কমিটি গঠন করা যায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১১-থেকে ২০ গ্রেডের সরকারি চাকুরীজিবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান,বিশেষ আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি এস এম রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক বাহারুল আলম, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, ঢাকা বিভাগের সভাপতি মৌসুমি প্রধান, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হালিম ভূইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু।
সিনিয়র সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সিনিয়র সংবাদ উপস্থাপক কাজী সাইদ, ঢাকা বিভাগ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।