তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের, মহাসচিব তৈমূর
জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধিত তৃণমূল বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার দলটির জাতীয় সম্মেলন শেষে আংশিক কমিটি অনুমোদনের ঘোষণা দেয়া হয়েছে।
নতুন এই কমিটিতে বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও কূটনীতিক শমসের মুবিন চৌধুরীকে চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে মহাসচিব করা হয়েছে।
সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির নেতারা।
সম্মেলনে দলটির প্রতিষ্ঠাতা বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ও তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদাসহ কেন্দ্রীয় অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
এ বছরের ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। দলটির নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে সোনালি আঁশ।