সোনারগাঁয়ে গোপনাঙ্গে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোপনাঙ্গে আঘাত করে শাহজাহান (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোজিনা বেগম (৪২) কে জিজ্ঞাসাবাদের জন্য সোনারগাঁ থানা পুলিশ আটক করেছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ২য় স্ত্রী রোজিনা বেগম তার স্বামী শাহাজাহানের অন্ডকোষে আঘাত করেন। এসময় শাহাজাহান কে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহজাহান চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে ও কাচঁপুর সোনাপুর গ্রামের আক্কাস আলীর ভাড়াটিয়া।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ২য় স্ত্রী রোজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে আমরা নিহতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাইনি। কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।