নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সিদ্ধিরগঞ্জ থানার গোলাম মোস্তফা
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
সেই সাথে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম পিপিএম, ক্লুলেস মামলাা ডিটেকশনকারী হিসাবে পুরুস্কৃত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির-১ ও ক্লুলেস মামলা ডিটেকশনকারী হিসাবে পুরুস্কৃত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন।
এবিষয়ে ওসি গোলাম মোস্তফা জানান, আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সিদ্ধিরগঞ্জ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন। সাধারণ মানুষের জন্য সিদ্ধিরগঞ্জ থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাত, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করে যাচ্ছি। এছাড়াও আমি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে চেষ্টা করি।