ছিন্নমূল পথ শিশু, দুঃস্থ ও অসহায় মানুষদের দুপুরের খাবার বিতরণে জাতীয় সাংবাদিক সংস্থা না’গঞ্জ জেলা কমিটি

নিজস্ব সংবাদদাতা: ছিন্নমূল পথ শিশু, দুঃস্থ ও অসহায় মানুষদের দুপুরের খাবার বিতরণ এ-ই প্রথমবারের মতো শুরু করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটি।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ খাবার বিতরণ করা হয়।
এসময় ও-ই অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শেখ মনির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ নূর ইসলাম বলেন- জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির আজকের এ-ই মহতি উদ্যোগ প্রথমবারের মতো শুরু করায় আমি তাদেরকে স্বাগত জানাই। সেই সাথে ও-ই সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যে ছিন্নমূল পথ শিশু, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে এক বেলা খাবার বিতরণের ঘোষণা করছি। ছিন্নমূল অসহায় পথ শিশুরা মাসে একটা দিন যাতে একটু ভালভাবে খাবার খেতে পারে। সেজন্যই প্রত্যেক জেলা সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি নির্দেশ দিচ্ছি যে, এ-ই মহতি উদ্যোগটি আপনারা সকলেই গ্রহণ করবেন। সার্বিক সহযোগিতার প্রয়োজন হলে, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দও সহোযোগীতা করবো।
প্রধান অতিথি আরও বলেন- জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩ বছর। সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা, এটি নবুয়তের কাজ। আমরা এ পেশাকে নানা মুখিতে ঠেলে দিয়েছি। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে সমাজের ত্রুটিপূর্ণ কাজগুলো ত্রোটি মুক্ত করবো, এটাই আমাদের মূল লক্ষ্য।
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু বলেন- সমাজের অনেক মানুষ আছে, যারা না খেয়ে দিন যাপন করছে। এভাবে প্রতি মাসে আমরা যদি একদিন করে হলেও এক শত মানুষের মুখে একবেলা আহার তুলে দিতে পারি, সেক্ষেত্রে কিছুটা হলেও তারা উপকৃত হবে। সমাজের বৃত্তবানরাও ইচ্ছা করলেই এ ধরনের কর্মসূচীতে উদ্যোগী হতে পারে। এতে করে আল্লাহ-তায়ালা কিছুটা হলেও তার বান্দার প্রতি খুশি হবেন।
জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সোবহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, দৈনিক ইয়াদ পত্রিকার প্রকাশ ও সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শহীদ হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক আলী হোসেন টিটু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মান সোহেল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান,  ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনালী আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সেলিম, সদস্য-২ আল-আমিন সেন্টু, সদস্য-৩ মোঃ আলী, সদস্য-৪ রায়হান কবির নিলয় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button