মাদকের বিরুদ্ধে প্রতিবাদ তুলে তরুণদের ফুটবল খেলার আয়োজন

 

‘মাদক ছাড়ো, খেলা ধরো’ স্লোগানে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তরুণদের উদ্যোগে আয়োজিত হয়েছে ফুটবল ম্যাচ।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের শেখের গাঁও গ্রামের রয়েল টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। দুই দলের অধিনায়ক ছিলেন রিফাত আহমেদ ও মোঃ হারুন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটেরচর ইউনিয়নের সাবেক মেম্বার আঃ হালিম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ এইচ এম মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন মোঃ আবুল কাসেম। খেলায় সঞ্চালনা করেন খোরশেদ আলম মিন্টু ও আনোয়ার হোসেন। রেফারির দায়িত্ব পালন করেন মোঃ সুমন সিকদার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আঃ হালিম রিপন বলেন, বর্তমানে গ্রামে গঞ্জে মাদকের ছড়াছড়ি। আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক। এতে দেশ ও সমাজ উপকৃত হবে।

সভাপতির বক্তব্যে মোঃ আবুল কাসেম বলেন, তরুণদের উদ্যোগে এমন আয়োজন আনন্দের বিষয়। খেলাধুলা তরুণদের খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে।

উল্লেখ, রয়েল টাইগার স্পোর্টিং ক্লাবের সদস্যদের নিয়ে রয়েল টাইগার ইয়াং স্টার ও রয়েল টাইগার সুপার স্টার নামে দুটি দলে বিভক্ত হয়ে খেলা সম্পন্ন করে। খেলায় রয়েল টাইগার সুপার স্টার ১-০ গোলে বিজয় লাভ করে। বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার তুলেন দেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button