সিদ্ধিরগঞ্জে ডিবির সোর্স শুভ’র বিরুদ্ধে ব্যবসায়ীর অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: টুটুল নামের এক অটো গ্যারেজ মালিককে হয়রানি করে জোরপূর্বক অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের তালিকাভুক্ত সোর্স শুভ কর্তৃক এ হয়রানি হয়েছে বলে জানিয়েছেন ওই ভুক্তভোগী। তিনি বলেন, তার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন সোর্স শুভ।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে মিজমিজি আল-আমাীন নগর মতিন হুজুরের বাড়ি সংলগ্নের একটি রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও গ্যারেজে থাকা রিকশা চালকরা বলেন, ওইদিন রাতে হঠাৎ একটি গাড়ি করে সিভিল পোশাকে ৫-৬ জন ব্যক্তি গ্যারেজে প্রবেশ করে। তারা আসামাত্রই গ্যারেজে থাকা লোকজনকে বাহিরে বের করে দেয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী মো: টুটুল জানান, আমি আমার গ্যারেজে বসে হিসাব করছিলাম। হঠাৎ রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সোর্স শুভ এসে আমার সঙ্গে কথা বলাকালীন সময়ে আমার মোবাইল ফোন নিয়ে নেয়। পরে দেখতে পাই কয়েকজন পোশাক বিহীন ব্যক্তি এসে ডিবি পরিচয়য়ে আমাকে বলতেছে আমি নাকি অনলাইনের মাধ্যমে জুয়া খেলি। আমি যতই বলছিলাম এমন কোনো কর্মকান্ডের সঙ্গে আমি জড়িত নই, তারা ততই আমাকে বাহিরে বের করে নিয়ে যেতে চেষ্টা করছিলেন। একপর্যায়ে তারা আমার প্রতিষ্ঠানের সিসি টিভি ক্যামেরা দেখতে পেয়ে একে একে সবাই বের হয়ে যান। তবে যাওয়ার আগ মুহুর্তে গ্যারেজের ভেতরে থাকা রিকশার আড়ালে নিয়ে আমার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন শুভ। আমার সিসি টিভির ফুটেজে সব প্রমান রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এমন কোনো বিষয়ে আমার জানা নেই। এখন পর্যন্ত কোনো গ্যারেজ মালিক অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো সাধারণ ব্যবসায়ীকে হয়রানি করা হলে ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, ২০১৬ সালে ডাকাতি মামলার এক আসামির স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে হাজতে যান সোর্স শুভ। এরপর একাধিকবার পুলিশ ও ডিবির হাতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় গ্রেপ্তারও হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button