ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের কনভেনশন অনুষ্ঠিত

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের কনভেনশন অনুষ্ঠিত। বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ কনভেনশন শুরু হয়।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।কনভেনশনের সভাপতিত্ব করছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

সরজমিনে দেখা গেছে, কনভেনশনকে কেন্দ্র করে বেলা ১২টার আগে থেকে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৫টি সংগঠনের প্রতিনিধি এবং নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসছেন। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, রঙ-বেরঙের ক্যাপ ও গেঞ্জি পরে দলে দলে কনভেনশনস্থলের দিকে আসছেন। এসময় তারা সরকারের পদত্যাগের দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এদিকে কনভেনশনকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে ছিলেন তারা।

কনভেনশন উপলক্ষে ছাত্রদলের পক্ষ থেকে আগে জানানো হয়, সারা দেশে ছাত্রদলের জেলা পদমর্যাদার ১১৭টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ছাত্র কনভেনশনে অংশ নেবেন। এ ছাড়া বাকি ১৪টি ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকরাও কনভেনশনে অংশ নেবেন। থাকবেন ছাত্রদলের সাবেক নেতারাও।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৯ সেপ্টেম্বর বিএনপির নেতৃত্বে শরিকদলগুলোর ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে চলমান যুগপৎ আন্দোলনে সহযোগী শক্তি হিসেবে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’ নামে এ নতুন ছাত্রজোটের আত্মপ্রকাশ ঘটে।

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের জোটে থাকা ১৫ ছাত্র সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম-মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (খন্দকার লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি ও রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button