নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে যুব সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশ হোক তেমন যুবকরা চায় যেমন এই শিরোনামে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত হলো যুব সম্মেলন। আজ (শনিবার) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনিস্টিটিউটে এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেড় হাজারের বেশি যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী যুবকরা তাদের ভোটাধিকার, বাক স্বাধীনতা, যুব নিবন্ধনসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে আগামীর বাংলাদেশ যুব সমাজের হাতে তুলে দিতে তাদের প্রস্তত করার আহ্বান জানান নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অথনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। একইসাথে রাজনীতিতে যুবকদের অংশগ্রহণেরও আহ্বান জানান যুব সম্মেলনে অংশ নেয়া রাজনীতিবিদরা।