মাতুয়াইলে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের রোপনকৃত গাছের পরিচর্যা
১৮ অক্টোবর বুধবার সকালে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজ ইউনিটের Social Action project (SAP) “গ্রীণ ক্যাম্পাসের” নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রোপণকৃত গাছের পরিচর্যার অংশ হিসেবে পানি দেয়া ও আগাছা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় নবগঠিত এ ইউনিটের সকল লিডার উৎসাহের সাথে অংশগ্রহণ করে।