ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবিতে ঢাকায় গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
১৮ অক্টোবর ২০২৩, ঢাকাঃ
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন’র রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, তরিকুল সুজন, বাংলাদশ যুব ফেডারেশনের আহ্বায়ক উৎসব মোসাদ্দেক, সদস্য সচিব রায়হান তাহারাত লিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।