সোনারগাঁয়ে বিএনপির ১৬৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

মোঃমীমরাজ হোসেন,সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রতিবেদক কে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করে সোনারগাঁ থানার এসআই মুহিবুল্লাহ বাদী হয়ে মামলটি করেছেন। মামলায় এজাহারনামীয় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।
মামলা সূত্রে জানা গেছে, কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত অভিযুক্ত করে মামলা করা হয়। ২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা এ ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button