জামিন নামঞ্জুর : দুর্নীতি মামলায় জেলে নারায়ণগঞ্জ সিটির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতি
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এই আদেশ দেন বলে জানান দুর্নীতি দমন কমিশন-দুদকের নারায়ণগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী।
দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল মামলার শুনানিতে অংশ নেন।
মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। ২০২২ সালে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে কাউন্সিলর মতিউর রহমান ও তার স্ত্রী রোকেয়া রহমানের বিরুদ্ধে দুটি মামলা করেন। ওই মামলায় চলতি বছরের জুনে মতিউর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে তার থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয়।
অপর মামলায় তার স্ত্রী রোকেয়া রহমানের বিরুদ্ধে ৫ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৩৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রক্রিয়ায় ১ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৩৯৫ টাকা জমা করার অভিযোগ করে দুদক। পরে সেখান থেকে ১ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার ৩৯৮ টাকা উত্তোলন করে তা রূপান্তর, হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগ আনা হয় মামলায়।