অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের মশাল মিছিল
সাজিদ সামী চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো প্রধান
অবরোধের সমর্থনে আজ রবিবার (১২ নভেম্বর) চট্টগ্রামে মশাল মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল এর নেতাকর্মীরা। মিছিলটি নগরীর টাইগার পাস হয়ে সিআরবিতে শেষ হয়।
মশাল মিছিলে যোগদান করেন মহানগর ছাত্রদল নেতা জনাব আল ফয়সাল, পাঁচলাইশ থানা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক জনাব মীর শাহারিয়া ও জনাব পারভেজ হোসেন, ছাত্রদল নেতা জনাব ফারহান মাহতাব নাহিদ, ছাত্রদল নেতা জনাব তানবীর সাগর, ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রদল নেতা জনাব একরাম বাবু, জনাব রাসেল, ছাত্রদল নেতা জনাব মাহিন, জনাব সোহান, জনাব রাব্বি, জনাব জাহিদ এবং ছাত্রদল নেতা জনাব আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিলকারীরা বলেন, “রোববার, নভেম্বর ১২, ২০২৩, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৪র্থ দফায় ডাকা আজ ১২ ও ১৩ নভেম্বর ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের মিছিল।”
চট্টগ্রাম মহানগর ছাত্রদল সদস্য জনাব আবু কাউছারের নেতৃত্বে এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।