সংলাপের আর সময় নেই, আজ তফসিল ঘোষণার দিন: কাদের
সংলাপের আর সময় নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আজ তফসিল ঘোষণার দিন।
এ সময় সেতুমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ফ্রি ফেয়ার নির্বাচন চায় যা হতে হবে সহিংসতামুক্ত। কোনো রাজনৈতিক দলের পক্ষ নিবে না যুক্তরাষ্ট্র জানিয়ে সেতুমন্ত্রী বলেছেন শর্তহীন সংলাপ, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। শর্তযুক্ত সংলাপের কোনো সুযোগ নেই। ডায়লগ দুটি দলের মধ্যে হয় না। শতাধিক দল রয়েছে, সবার সাথে ডায়লগ করতে হবে। তবে সে সময় এখন নেই।
ডোনাল্ড লু যে চিঠি দিয়েছে সেটা দলের মতামত ছাড়া সাংবাদিকদের বলা যায় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পার্টিতে আলাপ করে ডোনাল্ড লু’র দেয়ার চিঠির বিষয়বস্তু জানানো হবে।