মনোনয়ন বেচে তিনদিনে জাতীয় পার্টির আয় সাড়ে ৪ কোটি টাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত ১৫১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি। সেই হিসাবে তিন দিনে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা।
বুধবার (২২ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত ১৫১০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি এবং ২২ নভেম্বর ৩৩১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
২৩ নভেম্বর (বৃহস্পতিবার) চতুর্থ দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি ও গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।