ঢাকা-আরিচা মহাসড়কে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ এর নেতৃত্বে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সোহান ও সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব।
গালিব ইমতেয়াজ নাহিদ বলেন, একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়নের জন্যই এ তফসিল। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে মুক্তিকামী জনতা জেগে উঠেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সর্বাত্মক অবরোধ চালিয়ে যাবে।