৩০০ আসনেই প্রার্থী দিয়েছে জাকের পার্টি, অনিয়ম হলে সব প্রার্থী একসঙ্গে প্রত্যাহার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে লড়তে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থাপিত অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করে জাকের পার্টি মনোনিত প্রার্থী মো. মফিজুল্লাহ বাবলু। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, ৩০০ আসনেই লড়বে তার দল। তবে অনিয়ম হলে সব প্রার্থী একসঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়াবে।
মফিজুল্লাহ বলেন, আমাদের দলের মাননীয় চেয়ারম্যানের নির্দেশে আমরা ৩০০ নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা কোনো জোটের অংশ নয়, নিজেরা একাই সব আসনে নির্বাচন করবো। অন্তত ২০টি আসনে আমরা বিজয়ী হবো বলে আশাবাদী।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকার আশ্বস্ত করেছে যে তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিবে। সেই আশ্বাসে আমরা অংশ নিচ্ছি। তবে আমাদের দলীয় সিদ্ধান্ত হলো কোনো একটি আসনে যদি অনিয়ম চোখে পড়ে তাহলে আমরা সারাদেশের সব আসন থেকে সরে দাঁড়াবো।