নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে চট্টগ্রামে অভিভাবকদের মানববন্ধন
নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে চট্টগ্রাম নগরীর ইস্পাহানী স্কুলের সামনে অভিভাবকদের মানববন্ধন
মো: রাইন চৌধুরী, বাকলিয়া থানা প্রতিনিধি, চট্টগ্রামঃ
বর্তমান শিক্ষা নীতি ও নতুন কারিকুলামের ফলে ছেলেমেয়েরা হয়ে পড়েছে শিক্ষাবিমুখ। এর ফলে পড়ালেখায় ছাত্রছাত্রী আগ্রহ হারাচ্ছে এবং মোবাইলের প্রতি দিন দিন আকর্ষন বাড়ছে।
নতুন শিক্ষা কারিকুলামে সন্নিবেশিত মূল বিষয়বস্তুগুলো হলো : প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে কোনো ধরনের পরীক্ষা থাকবে না। চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত সব শ্রেণিতে স্কুলের শ্রেণি সমাপনী পরীক্ষা হবে। কেন্দ্রীয়ভাবে পিইসি, জেএসসি/জেডিসি পরীক্ষা থাকবে না। নবম ও দশম শ্রেণির বই আলাদা হয়ে যাবে। নবম শ্রেণির শেষে স্কুলেই সমাপনী পরীক্ষা হবে। শুধু দশম শ্রেণিতে যা পড়ানো হবে, তার ওপরে ভিত্তি করে এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন কারিকুলামে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে বিভাজন করা হবে না। একজন শিক্ষার্থী মাধ্যমিক স্তরে সব বিষয়ের সঙ্গে পরিচিত হবে এবং জ্ঞান লাভ করবে। অর্থাত্, সব ধরনের শিক্ষা বা অভিন্ন শিক্ষা নিয়েই শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা শেষ করতে হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আলাদা বই থাকবে, প্রতিটি শ্রেণির পাঠ শেষে আলাদাভাবে পরীক্ষা হবে।
ফলে থাকছে না ছাত্রছাত্রীদের মূল্যায়নের কোনো সুবিধা।এই শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি নিয়ে গতকাল ২৭ নভেম্বর সোমবার চট্টগ্রামে ইস্পাহানি স্কুলের সামনে অভিভাবকদের মানববন্ধন অনুষ্টিত হয়েছে।মানববন্ধনে অভিভাবকরা নিজেদের মতামত তুলে ধরেছেন।তারা তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে বিচলিত ও হতাশ।তাদের মতে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে মোবাইল ফোনে আকৃষ্ট হচ্ছে।তাছাড়া তাদের ভবিষ্যত নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা