মুক্তিপ্রাপ্ত এক ইহুদি বন্দী নারী হামাসের আচরণে মুগ্ধ হয়ে লিখেছেন চিঠি
আন্তর্জাতিক, শেখ মঈনুল আজাদ:
“শেষ সপ্তাহগুলোতে যেসব জেনারেলগণ হৃদ্যতাপূর্ণ
আচরণ দিয়ে আমাদের যত্ন নিয়েছেন তাদের প্রতি আমার বার্তা:- মনে হচ্ছে আগামীকাল আমরা পৃথক হয়ে যাবো। কিন্তু আমার কন্যার প্রতি আপনারা
যে অপ্রাকৃতিক মানবিকতা দেখিয়েছেন তার জন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কন্যার জন্য আপনারা বাবা মায়ের মতো ছিলেন। আপনারা আমার মেয়ের শুধু বন্ধুই ছিলেন না, বরং সত্যিকার প্রিয়ভাজন ছিলেন। আপনারা তার জ্বালাতন সহ্য করা এবং তার জন্য ফলফলাদি সহ যাবতীয় খাবারের আবদার পূর্ণ করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা ।
আমার মেয়ের কাছে মনে হয়েছে সে গাজার রাজকন্যা। পুরো সফরে কারো থেকে হৃদ্যতা এবং সদাচরণ ছাড়া অন্য কিছুই পাইনি। হায় যদি আমরা
ভালো বন্ধু হয়ে একসাথে থাকতে পারতাম। আমি চিরজীবন আপনাদের কৃতজ্ঞতায় আবদ্ধ থাকবো।
বিশ্ববাসীর কাছে আপনাদের সদাচরণের কথা তুলে ধরবো এবং গাজার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করবো।
ভালো থাকবেন আপনারা। দীর্ঘজীবী হোন। ভাল থাকুক আপনাদের পরিবার এবং সন্তানাদি”
ইতি,
ড্যানিয়াল এবং (তার কন্যা) এমিলিয়ান