বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টার অবরোধেও চলছে দূরপাল্লার গাড়ি

গোলাম কাওকাব, হাজীগঞ্জ প্রতিনিধি

“বিএনপি’র এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সর্বখানে সর্বোচ্চ প্রয়োগমূলক অবরোধ ও হরতাল পালন করার চেষ্টা করছে বিএনপি’র সকল পর্যায়ের কর্মকর্তারা।” – এমনটাই দাবি করেছে দেশীয় ও আন্তর্জাতিক বড় গণমাধ্যমগুলো।

তবে ছবিতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র, সারাদেশে বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির মধ্যে‌ও চলছে বাস-ট্রাক থেকে শুরু করে সকল ধরনের যানবাহন।

ছবিতে দেখা যাচ্ছে দূরপাল্লার বাস, ট্রাক ইত্যাদি চলাচল করছে। [ছবিটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর-কুমিল্লা বিশ্বরোড এর।] ১ম ছবির বোগদাদ বাসটি এসেছে কুমিল্লা থেকে এবং ২য় ছবিতে কুমিল্লার উদ্দেশ্যে ছুটে যাচ্ছে বোগদাদ বাস, তার পাশ দিয়েই সুদূর ঢাকা থেকে এসেছে ট্রাকটি। বলতে গেলে সকল কিছুই স্বাভাবিকভাবে চলছে এখানে, তার কারণ হিসেবে স্থানীয় পুলিশদের মুখ্য ভূমিকা রয়েছে বলে জানান বাজারে অবস্থানরত আমজনতা।

এছাড়াও বিএনপি’র অবরোধ ও হরতাল বানচাল করতে নিয়মিত মিছিল বের করছে আওয়ামী লীগের কর্মীরা। ছবিটি আজ সকাল ১০ টায় তোলা, তুলেছেন প্রণয় দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button